আমি নাকি তোমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ
তাই ভূলে-ও একটু ভালোবাসোনি আমায়,
যদি ভালোবাসতে আমায়,
তাহ’লে লিথিয়াম গ্যাস থেকে
অনেক হালকা হ’য়ে যেতাম এই আমি
শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য।
তোমার ঐ সুস্থ চম্পক আংগুলের একটু
স্পর্শ পাওয়ার জন্য আমি কেন যে কেউ
অনায়াসে অপেক্ষা করতে পারে শতাব্দির পর শতাব্দি,
আর তোমাকে পাওয়ার জন্য,
আমার সমাজ-রাষ্ট্র-সভ্যতার সব সুবিধা ছেড়ে
পা রাখতে পারি তোমার-ই দিকে।
জানি, তোমাকে পাওয়ার জন্য আরও অনেক কিছু
করতে হবে আমাকে,
পুঞ্জ পুঞ্জ গোলাপ, জ্যোৎস্না আর
রবীন্দ্রনাথের ‘নিরুদ্দেশ যাত্রা ‘থেকে নিরবিচ্ছন্ন
থাকতে হবে,
কিন্তু তাতে আমার কোনও দুঃখ নেই
আমি জানি !
ওসব থেকে তুমি আমার কাছে অনেক অজর।