আমার সব কিছুই বেশ ভালো আছে , আমার দিন,
শুভ্রতা, অমলতা,
শিশির, মেঘ, বৃষ্টি, কুয়াশা,
দুধকুমার, সাঙ্গু, চিত্রা, সন্ধ্যা, ধলেশ্বরী, মধুমতি,
আর আরিয়লখা।
ভালো আছে টিয়া, ময়না, শ্যামা, মাছরাঙা আর অন্ধপেচা।
ভালো আছে জুঁই, কামিনী, হাসনাহেনা,
রক্তজবা, শিউলি আর গন্ধরাজ;
আরও ভালো আছে সরোবরে জন্মনেয়া মাছ।
অনেক অনেক ভালো থাকার পরও
যখন তোমার রক্তিম ছবি ভেসে উ’ঠে সমুদ্রের জলে,
শিশিরের বু’কে আর হৃদয়ে,
চেতনার সব রঙ ম্লান হ’য়ে উ’ঠে ধূসর রঙে,
মুছে গেছে অতীতের সুখস্বপ্ন ,
কার চোখ দু’টো ভেসে রয় হৃদয়ের গভীরে,
আমার ভেসে যাওয়া অম্লান জলে,
ঘুমের ঘরে শিশিরের সব ফোঁটা জেগে
রয় অশ্রুমালায়, করুণ সুরে তার দিকে দিকে,
তুমি আমার জল, ঢেউ, রক্তগোলাপ আর হিমপল্লব ;
নক্ষত্র হলুদ বনে ভেসে আসা করুণ কম্পন শরীরে,
গোধূলির বিকালে আমার উ’ড়ে যাওয়া সন্ধ্যার
ডানায় ছায়া আর স্বপ্ন আঁধারে;
মেঘের বুকে আমার কেঁপে উঠা শূন্যতার
চোখের জলে লাল দিন রূপসী স্বরে।