পৌষের সন্ধ্যায় আলতো ক’রে টেনে নিয়েছি বুকের গভীরে;
জড়িয়ে ধরেছি বাহু দিয়ে, সমস্ত শরীর জু’ড়ে, কেঁপে কেঁপে;
গভীর আর নির্বাক ভালোবাসা আমার, অম্লান রোদনের স্মৃতি,  
অশ্রুসিক্ত আর অকুণ্ঠচিত্ত ভালোবাসা, হারানো গর্বিত উজ্জ্বল  
                  
করুন আর্তনাদ চোখে–মুখে; মুছে গেছে বৃষ্টির কঠিন শব্দ;  
তবুও অস্থির সমস্ত অবয়বে, আমার মনের গভীরে লুকোনো
আকুল আবেদন অশ্রুজুড়ে; হারানো স্বপ্ন, আমার রঙ্গিন দুঃখ,  
ঝো’রে পড়ুক সমস্ত কষ্ট আর মানবিক সম্পর্ক। আমাদের  
                    
প্রাপ্তি দীর্ঘ হোক দিনের উজ্জ্বল আলোর মতো, মননে-স্বপ্নে,
প্রতীক্ষার সমস্ত অবসান, আমাদের মানবিক স্বপ্নময়কে করো
পাঁচশো বছরের প্রাচীন কোন ইতিহাসের মতো, যেখানে অন্য
কিছু নয়, সবুজ অরণ্য জেগে উঠুক হিম পল্লবে, গাঢ় হৃদয়ে
                    
আমাদের হারানো অধর রাজত্ব করুক আরও কয়েক শতক।
যেখানে রয়েছে শিশির আর গোলাপের পাপড়ির অমলতা;
প্রবাহিত উদ্যান তার দিকে দিকে; প্রচণ্ড উল্লাস, বিক্ষুব্ধ দিনে
জ্যোৎস্না আর চন্দ্রমল্লিকার বনে বেজে যায় আমার হারানো সুর।