পেরিয়ে এসেছি দীর্ঘ এক অচেনা পথ,
বাল্যস্বপ্নে গেঁথে ছিল অনেক হারানো স্মৃতি, উজ্জ্বল কোণে
আজো তারা মিশে থাকে আমার গাঢ় দুঃস্বপ্নে,
শিশিরের বাতাসে, তুচ্ছ ছিল অনেক কিছুই স্বপ্নের গভীরে,
সৌন্দর্যের শাখাগুলো তখনও বেড়ে উঠেনি দশটি আঙুলে,
নিঃসঙ্গ বালকের মত চেয়ে থেকেছি অনেক কিছুতে,
একা-একা ভাবতে থাকি, ডুবে যাওয়া চাঁদ কোঁথায় যে হারিয়ে যায়?
চুপচাপ আমার চতুর্দিক, সকল নিস্তব্ধতা যেন বাসা বাঁধে
কেঁপে উঠা বুকে, জোনাকির আলোও যেন হারিয়ে যায় কয়েক
মুহূর্তে চোখের কোণ থেকে, আমি যেন রূপান্তরিত হচ্ছি
কোন এক নিঃসঙ্গ বালকে, শিশিরের ফোঁটায় কেঁপে উঠা আমার
দু’আঙুলে খেলে যায় টলোমলো সুখ, হারানো স্বপ্নে বেঁচে থাকি,
সেই ছায়া, সেই স্মৃতি আর একগুচ্ছ একাকীত্ব-নিঃসঙ্গতা,
আমিও যেন হারিয়ে যাই, সেই জ্যোতির্ময় পথে, আলো ও
আধারের তীব্র আকর্ষণে, সমস্ত সৌন্দর্য ম্লান হ’য়ে উ’ঠে হৃদয়ে।