ভেসে যাচ্ছ তুমি আকাশ থেকে আকাশে,
সাদা মেঘমালার গভীর অভ্যন্তরে,
শুভ্র নির্মল লাল আকাশ, নীল আকাশ, সুগভীর সম্পর্ক
স্বপ্নময় হ’য়ে উঠে।
অনর্গল প্রবাহিত হয়েছ অনৈসর্গিকের দিকে ,
যেখানে রোদ, বৃষ্টি, কুয়াশা, শিশির, অরণ্য
কোনও কিছুই নেই।
অনিন্দ্য যুবরাজ থেকেছ অন্তরিত।
হৃদয়ের অভ্যন্তর-এ ইস্তাপিত করেস
পাললিক শিলা,
বাঙলার ভূভাগে রেখে যাওনি
কোনও সুসম্পর্ক,
যার জন্য আবার প্রত্যাবর্তন করতে পার এখানে।
জৌস্নাময়ী রাত কখনো তোমার জন্য
হ'য়ে ঊঠে
কৃত্তিমত্তায় উদ্ভাসিত।
বাঙলার কীর্তনখোলা, শীতলক্ষ্যা,
মধুমতী, কর্ণফুলী,
পেড়িয়ে তুমি পাড়ি জমাও পশ্চিমের
সুদূর কোণো দেশে, যেখানে তুষার
স্তূপ পর্বত গাত্র বেয়ে নিম্ন দিকে
ধাবিত হ’তে থাকে, কখনও কখনও
ওই শীতলতা তোমাকে ক’রে তুলেছে
আরও বেশি হিমশীতল। অনির্বচনীয়
স্বপ্নময়তা ক’রে তুলেছ আরও
বেশি হিমশীতল। সপ্নময়তা ক’রে তুলেছ
আরও বেশি দীপ্তিময়। জ্যামিতিক কাঠামোতে আবর্তিত
হচ্ছ সর্বদা, বিচ্ছিন্ন কোন পথ
হয়তো তোমার জানা নেই,যেখানে
অগ্রসর হ’তে পারো ।