বাঙলার মাটিতে বৃষ্টি হয় না, দিনে রাত্রি আর ফাল্গুন চৈত্রে,
তাই অভিমান সবকিছুতে ! রুক্ষ ভাবনা আর স্বপ্নিল মনে;
অপেক্ষা আর অপেক্ষা, উত্তর-দক্ষিণ আর পূর্ব-পশ্চিমে, যার
অলক্ষে ঘটে সব প্রার্থনা দিকে দিকে নিস্তব্ধ অন্ধকারে;
অলৌকিক অশ্রু জ’মে থাকে আঁখি কোণে, আমার নির্মম
মনে, করুন আর্তনাদ বাঙলার সমস্ত নারী-পুরুষের; শূন্যর
আনুগত্য প্রকাশ করি তোমার কাছে। শরীরে, রক্ত–মাংসে,
উচ্ছ্বাসিত হৃদয় আজ আর ব্যথিত নয়; দিঘীর কোমল জল,
বাঙলার নদী, খাল,বিল আর দীর্ঘ সরোবর, শুভ্র সূর্যমুখী,
উন্মুখ তোমার প্রতীক্ষায়; গ’লে যাওয়া মধ্যে দিন, আমার
শহর, গ্রাম, রাজপথ, নদী শাখা নদী; সাগর-মহাসাগর,
আর অলি-উপগলি সব স্থানেই অভিন্ন প্রলাপ; বৃষ্টির স্নিগ্ধ হিমে,
প্রাত্যহিক আলাপ আজ আর অন্য কিছু নয়, অরণ্যের গভীর
প্রাণবন্ত হ’য়ে উঠুক বৃষ্টির ফোঁটায় ফোঁটায়; কোমল মসৃণ
সবুজ ক্ষেত, কৃষ্ণচূড়া, স্বর্ণলতা আর সর্ষের হলুদ বোঁটায়।