কি হয়েছে ব্যাকুল হৃদয়ের মাঝে, গাঢ় অন্ধকারময়
বিস্ময়কর দিনে,
কি সুখ-অসুখ জড় হয় বুকে, উজ্জ্বল
গোলাপের পাপড়ির মতো ভাজে ভাজে,
স্থির নই কোথায়ও, অস্ফুট আমার শরীর,
নীল জলে ধুয়ে যাবে অম্লান গভীরে;
যদি কোনো কষ্ট জমে থাকে অভিমানি বুকে;
তা–ও জানি না,
সুধাময় স্মৃতিতে।
হয়তো বুকের মাঝে কষ্টগুলো জমে
রয়েছে আইসল্যান্ডের টুকরো টুকরো
বরফের মতো,
মাঝে মাঝে বৃহৎ গহ্বর থেকে
উৎগ্রিৎ লাভার মতো বেড়িয়ে
আসে নিঃশব্দ আর অকুণ্ঠ ভালোবাসা।
শুভ্র, বিমূর্ত, অনাবিল, উজ্জ্বল কৃষ্ণপক্ষ
দিনের অপার্থিব সৌন্দর্য; আমার সকল সম্পর্ক
কল্পিত উপাখ্যান নয়; জ্যোতির্ময়
তোমার সকল করুন সুর; জলপ্রবাহ,
তরঙ্গের ঢেউ, একাকী
নিঃসঙ্গ মন, দীপ্তিময়
স্বর, কোমল
রক্তকরবী
তোমার অধর,
নীলপদ্ম আমার উজ্জ্বল
গভীর অরণ্যের স্মৃতি
তারপরও বুকের মাঝে সত্যিকারে
হাত দিয়ে বলতে পারি আমি তোমায় চাই।