একটা কঠিন ভালোবাসার গল্প রচতে,
বড় ইচ্ছে হয়, শুধু ভয় হয়- মাঝ পথেই বিরহের
গ্লানি যদি বয়ে বেড়াতে হয়।।

একটা কঠিন ভালোবাসার দেবী হতে মন চায়,
শুধু আশন্কা হয় -
দেবী বিসর্জনের আত্ম গ্লানি যদি শেষে
কুঁড়ে কুঁড়ে খায় আমায় ।।

একটা কঠিন ভালোবাসার কবিতা হতে সাধ হয়,
শুধু ভয় হয়- ছন্দের পতন যদি অনিবার্য হয়ে দাঁড়ায়।।

একটা কঠিন ভালোবাসার মেমসাহেব হতে মন চায়,
শুধু ভয় হয়- স্বার্থের দাবানলে যদি সব পুঁড়ে হয় ছাঁই।।

একটা কঠিন ভালোবাসার পার্বতী হতে সাধ হয়,
শুধু ভয় হয়, আধুনিকতার নামে দেবদাসের রং যদি বদলায়।

একটা কঠিন ভালোবাসার জুলিয়েট হতে ইচ্ছে হয়,
শুধু ভয় হয়- রোমিওর দেখা বাস্তবে যদি না মিলায়।।

একটা কঠিন ভালোবাসার ইতিহাস লিখতে ইচ্ছে হয়,
শুধু ভয় হয়- ইতিহাস যদি হয়ে ওঠে জীবনের পরিহাস ।।