যদি কোনদিন হঠাৎ মনে পড়ে আমায়,
কোন এক নিশীথে একাকী গোপনে,
অজান্তেই জন্ম নেয় একটিও দীর্ঘশ্বাষ,
তবে ডায়রীটা খুলে, তোমায় নিয়ে লিখা কবিতাগুলো পড়ো ,
খুঁজে পাবে আমায় তাল লয়ের সাধনায় ।
কত রাত কেঁদেছি না পাবার বেদনায় ,
কোনদিন জানতেও পারলে না -
কতটা হাঁসফাঁস করে মরেছি বারবার অবহেলিত হবার কষ্টে ।

রাতটা যখন ভোর ভোর হয়
চোখ মুছে আবার নতুন একটি বেঁচে ওঠার
কবিতা রচনায় ব্যাস্ত হয়ে পড়েছি ।
কবিতা লিখতে লিখতে যখন ক্লান্ত হয়ে যেতাম;
এবার ঘরে ফেরার পালা, সূর্যটা অস্তগামী,
আবার শুরু হয় সেই দুঃসহ কালরাত্রি,
সূ্র্যাস্তের সাথে সাথে বেঁচে ওঠার কবিতাগুলো যেন মরে যায় ।।

রাত যত গভীর হয় -
আকশের তারাদের পানে চেয়ে,
স্মৃতি রোমন্থনের চূড়ায় এসে
আমায় ভেবে এক ফোটা জলও যদি আসে নয়ন কোণে,
তবে তোমায় নিয়ে গাওয়া আমার গানগুলো শুনো
খুঁজে পাবে আমায় সূরের নিগূড় শূন্যতায়।

প্রতি রাতে নীল কষ্টে কুঁকড়ে গিয়েছি,
স্মিত স্মৃতির আদলে ভাসিয়েছি নয়ন বাদলে।
দূর্ভেদ্য আঁধার হাতড়িয়ে খুঁজে ফিরেছি কাঙ্খিত আলোঘর,
হিসেব মিলানোর রূদ্র দাবানলে পুঁড়ে পুঁড়ে হয়েছি ছাঁই ,
বারবার খুঁজে ফিরেছি সীয় সত্ত্বাকে।
নেই যেন ভালোবাসার মন্ত্র,
আছে শুধু ঘৃণা মিশ্রিত তন্ত্র ।।