স্বপ্নের মাঝে আসা - যাওয়া, স্বপ্নেই বসবাস ;
স্বপ্ন ভেঙ্গে গেলেই শুধু কঠিন বাস্তবতার নির্যাস ।
মাঝরাতে ঘোর কেটে যায়
বুকেতে ঝড় , কষ্টরা বেঁধেছে বাসা
চৈত্রের হিরণ্য দাবদাহ , দাউ দাউ করে জ্বলে
বুক জুড়ে নিদারূণ ব্যার্থতার পরিহাস !
গুয়াতেমালার মতো কেঁপে উঠে হৃদযন্ত্র
স্বপ্ন নাকি দুঃস্বপ্ন !!!দুঃস্বপ্ন নয়,
বেপরোয়া নিয়তীর কান্ডজ্ঞানহীন তান্ডব ।।
নিত্যদিন রক্তকণিকা থেকে
স্বপ্ন শুষে নেয়ার পিপাসায় মত্ত ;
গৃহ ভেঙ্গে যায় , বন্ধুতা ফুড়িয়ে যায়
ভালোবাসা হারিয়ে যায়
রয়ে যায় এই শূণ্য ত্রিবেনীতে
বিশদ বিচ্ছেদের দীর্ঘশ্বাষ ।।