পৃথিবীতে ঈশ্বর নিজেই সবচেয়ে গুণবান কৃষক
কি চমৎকার কেবল আমাদের প্রার্থনা ভরাপেটের
কৃষক অপেক্ষা বড় নায়ক আর কে আছেন?

যদি প্রেম করতেই হয় করো- পলিমাটির সাথে
ভাটার টানে হারিয়ে যাবো নিশ্চিত সমুদ্রের গভীরে
নোনাজলে মিশে যাওয়া পর্যন্ত এগিয়ে যাওয়ার মতো
যদি ভালোবাসতেই হয় হে স্বদেশের পলিমাটি
জন্মলগ্নের প্রথম চিৎকার থেকে শুরু করে
আজরাইলের জানকবজ করা পর্যন্ত আমি আছি।

প্রেম যদি করতেই হয় করো- মেঠোপথের শেষে
চৈত্রের বুক ফাটা তৃষ্ণার্ত দুপুরে হেঁটে যাবো
ধূলো উড়া অচেনা পথ ক্লান্তিতে মিলাবে
গ্রাম্য বটছায়ায় ঘাম শুকানো শীতল স্পর্শে।

পাহাড়ের গা বেয়ে চূড়ায় উঠে যতদূর দৃষ্টি যায়
চোখের চাহনি ফেলে সর্বোচ্চ দেখতে পাওয়া
গলায় দড়ি গেঁথে বসে যাওয়ার শেষমূহুর্তে
মৃত্যুর ঠিক আগের সময়টায় শুধু একবার
একদন্ডের জন্য বুক ভরে শ্বাস নেয়ার মতো।

কি চমৎকার গোটা দুনিয়ায় চলছে আবাদ
মাথালের ছায়ার তলে দু'টি বিষণ্ন চোখ
কেবল প্রার্থনা করে আমাদের ভরাপেটের
কৃষক অপেক্ষা বড় নায়ক আর কে আছে?

স্রষ্টার পৃথিবীতে জন্মানো প্রথম শস্যকণা
আমি জানি না- তা কি আদমের মুখে গিয়েছিল
নাকি কোন পাখির ঠোঁটে, কিংবা অন্যত্র
অথবা ঝরে গেছে খামোখাই- ঋতুর শেষে।

শুধু জানি- জিভের চেয়ে বড় সুখ আর নেই
পেটের চেয়ে বড় হৃদয় আর নেই পৃথিবীতে
আদিমতম বীজ- যেন মাতা হাওয়ার মতোন
তবু গাছদের জননী তাকে স্মরণ করে না কেউ।

প্রেম যদি করতেই হয় চলে এসো ফসলের মাঠে
তথাকথিত দেশপ্রেম নয়তো ঠুনকো কাঁচ
সামান্য আঘাতে টুকরো, নয়তো কাগজের নৌকো
পানির সংস্পর্শে তলিয়ে যাওয়া নূহনবীর মতো
নয়তো গলার ফাঁস, মৃত্যুর আগেই নয় মরণ...!

এদেশে, পথের প্রান্তে আমি অবশেষে জীবন্ত লাশ
জল ছোঁয়ায় ফিরে পাওয়া দীর্ঘশ্বাসে শুধু মেলে সান্ত্বনা
আর নাকে লেগেছে আমারই পোড়া শরীরের ঘ্রাণ।