তুমি বলেছিলে, ভালোবাসি
আমার জন্য থাকবে নুয়ে,
পদপল্লব নয়, পথের ধূলি
হাঁটি মোদের স্বপ্ন ছুঁয়ে।

ভালোবাসো, তাই তো আসো
পায়ে পা রেখে পথটা চলি,
স্বপ্ন বুনে পথে পাশে বসো
হাতে হাত রেখে মনও গলি।

ভালোবাসায় বিস্ময় জাগে
আকাশ ডাকে, বাতাস হাসে
তুমি আছো, তবে কেন ভয়ে?
আমরা দু’জন— ছন্দ ভাসে!

তোমার চোখে চন্দ্ররশ্মি,
ভালোবাসা স্বপ্ন আঁকে
সেই আলোয় মেঘের হাসি
তোমার সাথেই পথটা ডাকে।