মজুরের ঘামে ভিজে ওঠে
রাস্তা, গলি, শহর
মজুর গড়ায় স্বপ্ন-নদী
হটায় কষ্টের প্রহর।

মজুর গড়ায় কল-কারখানা,
তৈরি করে বাড়ি,
কেউ জানে না তারই পিছে
লুকিয়ে কত আড়ি।

তবু সে থাকে হাসে মুখে
তৃপ্তি জাগে প্রাণে,
কেন তবু বঞ্চিত মজুর
দিনের পর দিন মানে?

মজুরের ছেলে খেলে মাঠে
কষ্টে, ভয়ে হাঁটে,
শিক্ষার আলো জ্বলে নাতো
ভবিষ্যতের পথে।

মজুরের মা রান্না করে
একবেলা তারা খায়,
মনের দুঃখে এ দেশেতে
নিরাপত্তা নাহি পায়।

সবার মাঝে মজুর বড়
করে দেশের কাজ,
এই দেশটা মজুরের হোক
হোক সে মহারাজ!