অপেক্ষায় সন্ধ্যা কাটে না; অথচ বছর কেটে  যায়
সময়ের সাথে তাল মিলিয়ে আমরাও চলে যাচ্ছি  
কোথায় যাচ্ছি কেউ জানি না তা অলক্ষে
হয়তো সমুদ্রের দিকে, নয়তো নক্ষত্রের দিকে  
তবে কেউ বলছে না কোথায় গন্তব্য।  

রাতের বাতাসে ভেসে আসে অন্ধকারের কান্না
আকাশের পরে আকাশ, নক্ষত্রের পরে নক্ষত্র
গুমোট হাওয়া হা হা করে; হু হু করে ওঠে অন্ধকারে
নিয়ম করে আমাদের জ্বর, ঠান্ডা, অভিমান হচ্ছে।

কারখানায় বিনা পারিশ্রমিকে দিনের পর দিন
করছি কাজ; নিজের সাথে অভিনয় করে যাচ্ছি
নিরাপরাধ দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে।

তবুও আমরা যাচ্ছি প্রিয় মানুষ ফেলে প্রবাসে
পরিচিত আকাশ ফেলে, অপরিচিত রাত-
আর রাতের ক্লান্ত অন্ধকার ফেলে চলে যাচ্ছি।

দূরে, বহুদূরে কোথায়? কোথায় রয়েছ তুমি-
তবুও আমি ফেলেছি হারায়ে নিজেকে
কোন পথে; আঁধারে আজ খুঁজে পাইনি পথ
কত রাত ঝরে গেছে অবহেলায় আলোর নিচে
থাকে যে অন্ধকার, সেখানে একবার এসেছিলে
আসিবে না কি আর; কেউ বলছে না কোথায় গন্তব্য।