সকাল পেরিয়ে গেলে কিভাবে মুছে যায় শিশিরের দাগ
দুপুরে শুকিয়ে যায় ভোরের শিউলী সুরভি ছড়িয়ে
কিভাবে নির্মল রোদ ঢেকে গেছে প্রখর ছায়ায়
কিভাবে ভোরের স্নিগ্ধতা হারিয়ে ফেলি ভুল ঠিকানায়
অথচ আমরা স্কুলসহপাঠী কথা দিয়েছিলাম শৈশবে
কেউ কাউকে ভুলে যাবো না, ভুলবো না দুই যুগ।
  
ভালোবাসার মোহে শৈশব রঙের বাক্সটাকে
এলোমেলো করে দিলো; লাল হলুদ সবুজ নীল রঙে
আমাকে আমি হারিয়ে ফেলেছি মৃত্যুর খুব কাছাকাছি  
তবে শৈশব নিয়ে কি আজ আমার দীর্ঘশ্বাস?
শৈশব নিয়ে কি আমার অকারণ মন খারাপ?
শৈশব নিয়ে কি আমার একটুখানি ভালো লাগা
কিংবা তুমি কি টের পাচ্ছো শৈশবের প্রথম প্রেম
প্রথম গোপন ছুঁয়ে দেখা প্রিয় আমবাগানে!

আজ প্রতিটি সন্ধ্যা নিঃশ্বাসের গন্ধে ঝিকমিক করছে
নিঃসঙ্গ করছে ধীরগতিতে প্রিয় সকালের রোদ
আমাকে আরেকটুকু আর অল্প একটু করে করে
শুধু একবার ছোঁবে কি শৈশবের মতো?

না, আমরা কেউ কথা রাখিনি; ভুলে গেছি শৈশব
এখন বাসি না ভালো নিজেকে; শৈশব মায়ায়
ওই যে মোহাবিষ্ট সর্বনাশা স্কুলের মোঠোপথ-
আমাদের দূরে ঠেলে দিয়েছে মহাকালের পথে।