একবার যদি পৃথিবীকে লওয়ার অনুমতি পেতুম
নিমিষেই রওনা হতুম পঞ্চসাগর, অজস্র নদী ডিঙিয়ে।

কিন্তু নিশ্চুপ পৃথিবী সে সুযোগ দেয়নি
নানান অসংকোচে বাঁধা হয়ে দাঁড়িয়েছে নিজেই,
অথবা মুখ ঢেকে আছে উদাসীনতায়।

অথচ নির্মল আবেদনে ঠাঁই দাঁড়িয়ে রইলুম
পৃথিবীর পাদদেশে; এবং দাঁড়িয়েই রইলুম।
দাঁড়িয়ে রইলুম এক কপোতাক্ষ অশ্রু নিয়ে।
অশ্রু মুছতে কেও আসেনি; হয়ত আর আসবেও না।