পৃথিবী প্রাণ ঢেলে দিতে জানে,
শুষেও নিতে জানে।
পৃথিবীর অপেক্ষার রজনী ভেদ করে
যে সকালটা ফুঁড়ে উঠতে চায়,
সে সকালটাও আবছা হয়
বিলীনের মিলনমেলায়;
গাঁথে অতল গহ্বরে।
বেঁচে থাকে যা, তা হচ্ছে অপূর্ণতা।