একদা জ্যোৎস্না নিশীথে
হাজার বছরের অপেক্ষমাণ
রুগ্ন-ক্লিষ্ট আঁধার
ঝলসে গেছে নীরবে!

তবু রূপকথা হয়ে
রয়ে গেছে
কিছু নাম, কিছু ইতিহাস

যুগে যুগে যাঁরা
আলো হয়ে আসে
মহাপুরুষের মতো
মহান দায়িত্ব কাঁধে নিয়ে

তেমনি বুঝি আবির্ভাব হয়
আরো এক আলোর
সত‍্যযুগ থেকে যে আলো
বিচরণ করছে কলিযুগেও
তীব্র জ‍্যোৎস্নায়ও যাকে চেনা যায়
আঁধারে হয়ে ওঠে প্রকট
যাঁর প্রচেষ্টায়-সাধনায়
বেঁচে থাকে সভ‍্যতা, সংস্কৃতি
রোপিত হয় নতুন বীজ
উদিত হয় সম্ভাবনার সূর্য
রাঙিয়ে দেয় যুগের ধূসরতা
যেভাবে শ্রদ্ধায় স্মরণে
রঙিন হয় তেইশ ডিসেম্বর।