প্রিয় তুমি
তোমাকে তুমি করে বলবার মত
এতটা সাহস কোনদিনও আমার ছিল না।
তোমার সামনে দাড়িয়ে
গভীর দৃষ্টিতে চেয়ে থাকা
সে তো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবার মত
পৃথিবীময় চরম উত্তেজনা।
আমি এখন বসে আছি
আামাদের বাড়ির আঙিনায়,
ছোট্ট একটি কাঠের টুলে।
যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ।
একদৃষ্টিতে চেয়ে থাকলে
তোমার অবয়ব ভেসে উঠে চোখে।
আমি বুঝতে পারি স্পষ্ট
বুকের ভেতরে লুকিয়ে থাকা
তোমার প্রতি এ আমার গোপন ভালবাসা।
তোমাকে প্রথম দেখি ২৪ শে আগষ্ট
তখন দুপুর
খুব বিষন্ন মনে অপেক্ষা আমার
হঠাৎ আলোর ঝলাকানি
বিদ্যুৎ চমকে গেলে শরীরে
সম্মুখে দন্ডায়মান তুমি।
আমি কেবল দেখেছিলাম
গোপনে, খুব গোপনে,
ওমন সুন্দর চুল
কুচকুচে কালো খোঁপা বাঁধানো।
গভীর চোখে হারিয়ে যাওয়া যায়
অনায়াসে আমৃত্যু।
কোন নারীকে ভালবাসবার মত দুঃসাহস করেছি
এই প্রথমবার।
আমি ভালবাসি, ভীষণ রকম ভালবাসি।
খোলা আকাশের নীচে
চিৎকার করে বলতে পারি হাজারবার।
তবু তোমাকে তুমি করে বলবার মত
এতটা সাহস হবে কি এ জীবনে আর?