সবাই কোওছে করোনাত
দেশটা যাচ্ছে ভরে,
গাও বাঁচাতে ঘরোত সবাই
কেবল ওরাই পথের পরে।
অর্ডার বাঁচলে দেশটা বাঁচে
সব দায়িত্ব ওর?
কথায় কথায় ওদের দেখাই
দেখ স্বাস্থ্যবিধির দৌড়!!
বলেই তো দিলা ১৪টা দিন
আর হবে না দেখা,
সবকিছু বন্দ কইরা
করোনাক তুই থেকা।
হঠাৎ করে গার্মেন্টসখান কেন
খুইল্যা দিলা বলো?
গাড়ি ঘোড়া বন্দ কইরা
কেমনে ঢাকা চলো?
এখন বুঝি করোনা আর
ধরবে না কারো?
মরলে মরুক গরিবের ছাওয়াল
তবু অর্ডার গুলান ধরো।
বিঃ দ্রঃ ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউন শেষ হওয়ার আগেই অর্ডার বাতিল হয়ে যাবার কারনে হঠাৎ গার্মেন্টস খোলার সিদ্ধান্তে গনহারে গার্মেন্টসকর্মীরা ঢাকায় কর্মস্থলে ফেরার দৌড়ে আছে। পরিবহন বন্ধ হলেও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে তাদের এই ফেরা করোনা পরিস্থিতির কি পরিনাম হবে তা বলার অপেক্ষা রাখে না।