কতগুলো শব্দের বেড়াজালে
তোমাকে বন্দি করতে চাইনি প্রিয়তমা
ভালবাসা জগত জোড়া
বিস্তৃত সীমানার স্বাধীনতা।
ভালোবাসা দুটি হৃদয়
খুব কাছাকাছি
সেচ্ছায় মেনে নেওয়া পরাধীনতা।
আমি পরাধীন হতে চেয়েছিলাম
তোমার স্পর্শে নত মস্তকে আমৃত্যু,
তুমি চাইলেই সটান দাড়িয়ে রব
স্টাচুর মত প্রশ্নহীন।
কারন একমাত্র তুমিই সত্য
আর যা কিছু আছে পৃথিবীতে
তা কেবলি কথার কথা।
"ভালবাসি" বলে তাবত প্রেমিকের মত
নিজেকে নামাবো না সস্তার কাতারে,
চাঁদ হাতে এনে দেবার মত হেয়ালিপনায়
তোমার দৃষ্টি কাড়বো না কোনদিন।
হৃদয়ের গভীরে জমানো ভালবাসায়
তোমাকে ভাসাবো
ভেসে যাব সেচ্ছায় অনন্তকাল।
রাতের আধারে ফোনের দু'প্রান্তে
উষ্ণতা ছড়ানো মত ভালবাসা নয়।
সে ভালোবাসা একান্তই আমার
মনের গহীনে লুকিয়ে থাকা
তুমি প্রিয়তমা।
তোমার কাছে সপে দেবো নিজেকে
সেচ্ছায় মেনে নেব পরাধীনতা।