কাল কেউটি যদি ফনা তোলে
ভবিষ্যৎ হবে মাটি,
বন্ধু তুমি স্মৃতির পাতা
কর না অতীত ঘাটাঘাটি।।
যদি বৃষ্টি ঝরে সাজ বেলাতে
ঘাপটি মেরে থাকো বিছানায়,
একাই ভাবো অতীত নিয়ে
কাউকে ডেকো না হায়।
বধু যদি থাকে পাশে
ডেকে নিও তারে কাছে
তবে ভাবনা হবে খাটি।।
যদি মাঝরাতে ভেঙে যায় ঘুম
অতীত এসে যদি উকি দেয়,
কখনো ভুলেও যেন
আধারে দাড়িয়ে থেকো না একা জানালায়।
পুরনো স্মৃতি এসে ভাবাবে তোমায়
ভুলেও করো না খোলা বারান্দায় হাটাহাটি।।
যদি পার ভুলে যেও
যা ছিল, তা ছিল না কিছুই,
তোমাকে লেখা চিঠির মত ছিড়ে ফেলো
সে অতীত যেন না ছুঁই।
ভুলেও যেন অতীত নিয়ে
করোনা ঘাটাঘাটি।।