যদি বেঁচে যাই এবারের মত
বেঁচে যদি থাকি আরো কিছুকাল,
বর্ণিল করে দেবো সেই সব দিন
যদি ছিড়ে যায় করোনার জাল।
আকাশে উড়াবো রঙিন ফানুষ
মাঠে ঘাটে গলিতে হবে রঙিন তোরন,
সাজ সাজ রবে সাজিয়ে তোমায়
করে নেব বরন।
রঙিন পোশাকে ছোট ছোট শিশুরা
সাজিয়ে বরন ডালা,
তোমারে করিবো বরণ
গগনে গগন দোলা।
যদি বেঁচে যাই
শুণ্য এ পথ দেব পূর্ণ করে,
অবারিত মাঠ, ধানের ক্ষেত
গাঙ শালিকের পিছে ঘুরে ঘুরে।
সে এক দারুন সময়
অপেক্ষায় আছি,
মেঠো পথ ধরে আনমনে
দুরত্ব ভুলে খুব কাছাকাছি।
যদি সত্যিই বেঁচে যাই
বাঁচি যদি করোনার জাল ছিড়ে,
ঠিক ফিরে যাব ইচ্ছে হলেই, গাঁয়ে
ভীড় ঠেলে, আমাদের ছোট্ট নীড়ে।
(বিঃ দ্রঃ এবার ঈদে বাড়ি ফিরতে না পারাটা বেদনাদায়ক ঘটনা, যা ইতিপূর্বে ঘটেনি, করোনার কারনে সব কিছু বন্ধ থাকায় ঢাকাতে প্রথম বারের মত ঈদ কাটানোর একটা অভিজ্ঞতা হলো।)