হঠাৎ ঘুম থেকে জেগে দেখি
হায়েনাদের দখলে চলে গেছি আমি
নির্বাসিত আমার সত্তা
কন্ঠনালী চেপে ধরে আছে এক দল শকুন
হিংস্র থাবায় রক্তাক্ত আমার শরীর
পাশে দুমড়ানো মোচড়ানো কবিতার খাতা।
বেঁচে থাকার নিদারুন আকুতি নিয়ে
কেউ একজন বলছে " কবি বাঁচাও আমাকে"
অসহায় আমি চোখ মেলে দেখি
একা নয়, ওরা শত শত
কারো হাত নেই, পা নেই
থেতলে গেছে মাথা,
ধর্ষিতা শিশুর অবাক চাহনি
কেবল ঠোট নড়ে
মুখে নেই কথা।
একজন মায়ের আর্তনাদ শুনতে পাচ্ছি
একজন বোনের চিৎকারে ভারী বাতাস
তবুও সবাই নির্বিকার, অসহায়, প্রতিবাদহীন,
চারিদিকে কেবল দূর্বিত্তের উল্লাস।
তোমরা কি শুনতে পাচ্ছো না?
বধির হয়ে গেছো?
তোমার কি দেখতে পাচ্ছো না?
অন্ধ হয়ে গেছো?
কেবল দেখছো হায়েনাদের দখলে যাওয়া
একজন রক্তাক্ত কবি
কিংবা দুমড়ানো মোচড়ানো কবিতার খাতা?
ভাল করে দেখ কেটে যাবে লেশ
ওটা তোমাদেরই বাংলাদেশ।