সকাল বেলায় পাখ-পাখালি
ডাকছে কেমন সুরে,
ভোর বেলাতেই সাঙ্গ মেলা
আমায় গেলি ভুলে-

তুই আমার কেমন স্বাধের মা!

তোর সুরেতে হাসছে শিশু
ভিজছে কেমন গাঁ।

তুই আমার ভোলা মা।

তোর সুঁচেতে আসর টেনে-
কোকিল-শালিক-শ্যামাদ'লে;
ভব-ঘুরেতে আসছে কতক-
নবীন রঙের পা।

তুই,
আমার ভোলা মা।।

সেই কবেতে সকাল বেলা
ডেকেছো মোরে ঘাটে-
দিন গড়ালো সন্ধ্যা হলো
আর কি পরে'নি মনে?

তুই,কেমন হয়ে গেলি!

-আর কেনো মা,পরিস'নে তুই
লাল রঙের ঐ শাড়ি।

পথ ভোলা হয়ে হেথায় হথায়
যেথা ইচ্ছে সেথা চলে যায়;
তুই কেন আর বকিস'নে মা
পাঠ ফুরোলে তবে-

আজ বহুদিন পাই'নে গো মা
তোমায় বাহু ডরে।
আর কেনো গো নিস'নে টেনে
স্নেহে ভরা কোরে।

তাইলে'গো মা শোনো;
এমনি যদি দেখি তোমায়-
আর কনো-একদিনো,

আর ফিরবো না যে ঘরে-

বাবার মতো ধূলোয় লুটে
আমিও যাবো মরে!

দেখবে তখন ভোলা মেয়ে
একেলা কেমন লাগে।