রোদেরা হাসিছে নিরালা বনে
       কুহেলি কাঁপিছে শীতো পবনে,
তাহাতে ছুটিয়া চলিছে তরুণ
       তুলিয়া আনিতে অরুণিতফুল।

চপোল পায়ে কেবলি ধায়-
     বাঁধেনা যে তারে কোন বাঁধায়,
আজিকে তাহার হিয়ার মাঝে
     জাগিয়া উঠিছে হুলোস্থুল।  
          
          শহীদ চরণে লুটায়ে দিবে সে-
                  অরুণো-রাঙা ফুল।।

হেরিয়া হেরে না সে বন মাথায়
     চোখস রহিয়াছে পাতায় পাতায়
ঝড়িছে রক্ত খুরোধারায়-
    ভরিয়া উঠিছে বন-বকুল।
              
         শহীদ চরণে লুটায়ে দেবে সে
                 অরুণো-রাঙা ফুল।

তবু কভু হায়,ফিরি নাহি চায়,
          ছুটি আসি পবনের রেশে-
রাখিল কমোল মিনারপদতলে
         শহীদেরা জাগিলো হেসে।
            
উঠিলো জাগি মুক্তিরো সুর
         ছাত্র-শিক্ষক আছে বহুদুর
আজিকে সাঙ্গ প্রভাত ফেরি-
        শহীদ লভিল তরুণের ফুল।