বস্তির বেবাক লোকে -খাড়ায়া আছে-
কারোর চোখত থিন ঝড়ে নোনাজল।
সবাই কি আমার আছিলো আপন,
যার লগে দোস্তি আমার -তারি নাই স্মরণ!

আমি ভি নাই এহন জিন্দা, -আমি লাশ,
মৃদু হাওয়ায় দোলা লাগে, -শীর্ণ কাপাশ।
আমি নগদে আইছিলাম সদ্য জামানায়;

করছিলাম ভ্রমণ জেরুজালেমের -তীর্থে।

কোন ব্যাটায় কয়, -খেলছিলাম তাস!

আমার উঠানের ঘাস -দ্যাখলেই কইবা,
একখান পরীর সঙ্গে -আছিলো সংসার।