তুমি কারে কও কবিতার ঘাস!
কবিতা লিখনের লাইগা আমি-
গেরামের গাব'গাছে উইঠ্যা;
মাতলামি করছিলাম আঁট মাস।
আমার আর নাই শরমের ঢেঁকি,
বেবাক ঘর জুড়ে ছন্দের বই।
আমি এহন নিজেই মাতোয়াল-
বেগাইন্যা রাইতের লগে কথা কই।
আমার উঠানের বাস ঝাড়ে চাঁদ!
চম্পাবতী,চন্দননগর, -স্বরচিত;
মেলা রুপ কথা -আর ঢের প্রণয়
বিটপি লতার তমাল - বিষাদ।
আমারে আর কয়ো না -কবিবর,
কইতে যদি জাগে হিয়ার কাঁপন।
ফুলেল বিছানা থুয়া তুমি আইজ;
চাইন্দের লগে বাইন্ধ্যা ফেল ঘর।
'তোমার অবহেলা পাইয়্যা আইজ
আমার ঘর নাই, -বিরান কান্দর'!