আমারে  নিশি রাইতে -জাগায়া তুমি
ক্যান ফাঁকা চান্দের মতো আছো চুপ,
শেঁয়ালের বিরাম গর্জন -শুনায়া বুঝি;
আমারে তুমি - করতে আছো বেহুশ।

আমার চোক্ষে নাই ঘুম।তুমি শুনছিলা;
সন্ধ্যাই-বাঁশঝাড়ে মরা সেঁজুতির ঝাঁঝ,
রাখালের বাঁশি কি-রাইতে শোনা যায়?
তুমি আমারে -মরা গাঙে নিবা আইজ।

আমার সোনার স্বপন-আমি আছি চুপ।
তুমার বুকে আছিলো কি-এতই সাহস;
খিড়কি দিয়া-আমার ঘরের করা নারো,
হ্যাজাক জ্বালায়া-কি করছিলা তালাশ!

বাড়ির বেবাক চোখে-আইজ মরার ঘুম।
উঠানের কুকুটারে -তুমি করছিলা ঘাস!

বাগানত থিন আইসে ফুলের সুরভি।
তোমারে পাইয়্যা এই মাতোয়াল রাইতে,
তামাম দুনিয়া ভি আমার খোয়াব লাগে-
আইজ রাইতেই এই জামানা থুয়া-

তোমারে নিয়া যামু-আরেক জামানায়।

ঐ জামানাত খালি ঘাস,নক্ষত্রের মতো;
বিশালঅক্ষি জুড়ে ধইন্চার চাষ।

যেই খুশবু ভি নাকে আইবো;কাঁপন জাগায়া
কইলজার ভিতরে উইঠ্যা আইবো;

দুনিয়ার মাটিত থিন তিন-খান প্রেম-ঘাস।