বাদুড়ের মতো ঝুলছি ডালে
ঝুল বারান্দার কূল গাছে,
টাপুস টুপুস ঝরছে যে কুল
শুকছি হাতে আমের মকুল,
এবার যদি যায় বেঁচে-
ঠাঁকুর দাদার নিচ্ছি যে নাম,
ফিরলে বাড়ি করবো প্রণাম-
ঠাঁকুমাকে,
আজ যেন না নালিশ ডাকে-
ঠাঁকুর দেখ মুক তুলে।