এইখানে বসে পাখিদের সাড়ে
লিখেছেন কবিতা
ঠুনঠুনে দেয়ালে আড় ঠেসে ঠেসে
পড়েছি সারাটি রাত।
কতবার রাঙা ভোরের আগে
খক খক কেশে'ছে খোকা
কতদিন ঝোপের টুনটুনি এসে
ঠুকরেছে বাড়ানো ভাত।
ঝাপটেছে ডানা হুতুম কানা
বিভোল ছিলেম মগনে
কস্তুরী চাঁদ হেরিলেম কি না
আজিকার রাতে গগনে?
বেণুবনে সখা খুঁজি নিকো তাই
ডাহুকের ঝড়া পাখ
নিঝুম নীশুথে ভাঙা মাতুলে
অভ্রে ভিজেছে কাঁখ।
এইখানে বসে পাখিদের সাড়ে
লিখেছেন কবিতা
জানালার ধারে জোনাকির আলোয়
পড়েছি সারাটি রাত।
ভেজানো কপাট ঠেলেছে বাতাস
নিভে নিভে গেছে দ্বীপ
কিম্ভুতআলো বড় বেশি কালো
যেন জুঝুরা পরেছে টীপ।