দুই তীরে দুই তরী
ছোটে ত্বর ত্বর,
খোকা কেন অবেলায়
গাছের উপর।
কেউ তারে আজিকে যে
পার করে নাই খেয়া,
দুঃখে বুঝি ফেটে যায়
মোর খোকার হিয়া।
ওরে মাঝি শোন্ দিকি্
সিকি পশা লও-
খোকা যেথা যেতে চায়
তারে নিয়ে যাও।
ঐ ধারে বিল পারে
কাশ যেথা ফোটে;
পবনে লাগিলে দোলা
খোকা মোর হাসে।
তুমি ভাই মাঝি,"তারে
দিয়ো ফুল তুলে,
ঘাটেই রহিনু বসে-
খোকা ফিরিবার আশে।
সুর্য গেলে অস্তাচলে-
টিকে না মায়ের প্রাণ
খোকা হীন ঘরে,
খোকারে হেরিও মাঝি
আপনার করে"।