বেঁচে থাকব আকাশজাত প্রেম নিয়ে
কিংবা বিতাড়িত সুখের অঙ্গীকার নিয়ে,
তুমি হয়ে উঠবে ঐশীগুণ নারী
অথবা ঘুমন্ত তেপান্তরের রাজকন্যা,
প্রগাঢ় মূহুর্তের সমস্ত ম্লানাভ আলো
জড়ো হবে নিরন্তর অঙ্গীকারে,
একক জানালার বিষন্ন বসন্তের আবেশ
আর চশমার ফ্রেমের নিচে গাঢ় অন্ধকার,
নীলচে ঘাসের মায়ার বিলিয়ে যাবে হঠাৎ করেই
হৃদয়ের তিথিডোরে বাধব অসমাপ্ত সময়-
তোমার আমার নিজস্ব সূর্য জ্বলে উঠবে এবার
নৈঃশব্দ্যের দ্বিতীয় প্ৰহরে ।