এখানে পৃথিবী এসে থেমে আছে শব্দের জগতে
অথচ আমি চাই নিদারুণ নিস্তব্ধতা,
দুঃসহ শব্দের আঘাতে অথবা ঝিঝির নিরন্তর ডাকে,
যদি ভেঙে যায় শতাব্দীপ্রাচীন নিগুঢ় নীরবতা-
তবে আমি যাবতীয় সকল অবিশ্রান্ত সুখ কাধে নিয়ে
হারিয়ে যাব কোন অতলান্ত শেষরাত্তিরে
যেখানে অবারিত নিয়ন আলো আগলে রাখে মহাজাগতিক আঁধার
যেখানে ঠিক সন্ধ্যেবেলায় অচেনা কোন সৈকতে এলোচুলে মৃয়মান থাকে ব্যর্থ প্রেমিকা
সেখানে আমি হয়ে যাব অসমাপ্ত পথিকের উষর স্নেহ,
তবু শব্দের বিজ্ঞাপন চাই না আমি,
চাই না সাফল্যের নোটিশবোর্ডে ভালবাসার স্লোগান
চাই না বৃষ্টির শব্দ, সমবেত আকাশের ডাক
চাই না তোমার ঠোঁটের প্রগাঢ় চুম্বনের কুহেলিকাময় গুঞ্জন,
শুধু চাই এক নিয়ন্ত্রিত আধিয়ারহীন নিঃশব্দতা।