বিকেলের রোদ পোড়া এই শহরের আয়তন খুব বেশি নয়,
গাছপালার ঠাসবুনোট পেরিয়ে নরোম ছায়ায়,
হঠাৎ ব্যস্ততার দীর্ঘ নিঃশ্বাসে
তোমার আমার দেখা হলেও হতে পারে,
দৈবাৎ কার্যক্রমের উপর কি আর কারো হাত আছে,
বরং আমিও সেই দেখা হবার মুহুর্তে
তোমার চোখে নিরাশ্রয়া প্রজাপতি অশ্রু দেখে
আঙুলের ব্যস্ততায় পেরিয়ে যাব অযাচিত কথোপকথন,
তুমি নাহয় চশমার ফ্রেমের গাঢ় অন্ধকারে,
লুকিয়ে ফেল সকল ইতস্তত ইচ্ছে-
দুজনেই নাগরিক যাপিত ব্যস্ততার উদ্ধৃতি টেনে,
ভুলে যাব অবচেতন নিরুপম ভালবাসার,
যত বর্ণহীন মুখচোরা ব্যর্থ প্রেম।