তোমার হাত ধরে ঘাসফুল প্রান্তরে হাটব একদিন
দুপাশের অসমাপ্ত সমতলকে বলব,'আমরা এসেছি '
শুকনো নদীর গর্ভ থেকে কুড়িয়ে নেব মৃত ঝিনুক
কিছুক্ষণের জন্য থামিয়ে দেব বাসন্তী প্রবাহ
অখণ্ড প্রত্যয়ের স্নিগ্ধ অহংকারে
পথের শেষ কোথায় হবে জানি না,
তবু শালবনের মিষ্টি ঘ্রাণেই চিনে নেব
চিনতে আমার কখনো ভুল হয় না।
বিবিধ সত্যবদ্ধের মত ভয়হীন দেয়ালে ঠেস দিয়ে
হাওয়া থেকে আঁচল ফিরিয়ে নেবে তুমি
তোমার লীয়মান চুলের গাঢ়তম অন্ধকারকে বলব,
তোমার অস্তিত্বে আমার আহবান,লোকজ প্রেমের।
শিশিরধৌত রাস্তা থেমে যাবে কোন এক অতলান্তিক হ্রদে,
সেখানে গিয়ে দাঁড়ালে ভেসে আসবে তরতাজা দৃশ্যের ঘ্রাণ,
ঘনপাতার ঠাসবুনোটের নরোম ছায়া
আলতো করে হাত বুলিয়ে যাবে গঙ্গাফড়িঙ মাটিতে,
কয়েক সেকেন্ডের জন্য থেমে যাবে সকল দুঃখ
ময়ূরের আত্মীয়ের মত সন্ধ্যা নামবে ঝুপ করে,
উল্লসিত হয়ে বলবে, এই নাও
ঘাসফুল প্রান্তরের উত্তরাধিকার তোমাদের।