ভালবাসার সাথে বন্দুকযুদ্ধে নিহত নিরাশ্রয়া হৃদয়
সংবাদপত্রে গাঢ় অক্ষরে  মৃত্যুর বিজ্ঞাপন,
সারমেয় কবিতার খাতায় নির্বিকল্প কালির দাগ,
বলিষ্ঠ হাতে ধরা স্টেনগান, আরক্তিম চোখ
স্পন্দনে বিলিয়ে যায় কয়েকটি জোনাকিপোকার ক্রোধ,
কিংবা হয়ত তক্ষকের ডাকে ফিরে পায় নির্বিবাদী স্নেহ,
সপ্তম প্রহরে নির্ঘুমতার উদাত্ত আহ্বান নিয়ে
নদীগর্ভ থেকে কুড়িয়ে নেয় কিছু ঝিনুকের মৃতদেহ


অথবা হয়ত মৃত্যু হয়ে গেছে বহু আগেই শুভ্রতার অজান্তে,
হৃদয়ের মৃত্যু-
এখন শুধু তীর্যক শব্দের উৎপাদিকা উত্তপ্ত আর্তনাদ
মড়কের মত বিদীর্ণ হৃদয়ে অবশিষ্টাংশ দুঃখ,
চোরাবালির গহীনতায় বিলীন সমস্ত উৎসব
শুধুই থেকে গেছে তাজা বুলেটের  ক্ষত।