তোমার সাথে বলা প্রতিটি কথোপকথন,
আমার এক একটি অনিঃশেষ মহাকাব্য,
প্রতিটি শব্দ জীবনের বৃত্তান্ত বলা স্মারক কবিতা
কোন এক অশ্রুত ভোরের অনাবৃত সুর্যকে নিয়ে
তোমার ঠোটের প্রতিটি আলোক স্পন্দন,
শতাব্দীর অপাশে রেখে আসা কিছু নিয়তি মেঘদল
চোখের পালকের উল্লাসে তোমার আগত হাসি,
আমার রক্তকণিকায় লিখে রাখা নিরঙ্কুশ ভালবাসা
লীয়মান চুল ছুয়ে যাওয়া মৃদু হাওয়া,
পেখমের শব্দে আগত আকাশগঙ্গার নক্ষত্রপুঞ্জ
যেন দান্তের জ্ঞানমুখর ভাস্বর বাণী,
বিমুর্ত কিছু আকাশের একঝাক ভুবল চিল
তোমার কথায় নুইয়ে অভিবাদন জানিয়ে যায় মৃত্তিকার ঘ্রাণে,
সকল শব্দগুচ্ছ হৃদয়ের মহাকালে,
লুকিয়ে রাখব কোন অসামান্য ক্যালিগ্রাফিতে,
তোমার কথার কবিতায় আমি হয়ে উঠব অন্য রবীন্দ্রনাথ।