'যদি আমি ঝরে যাই একদিন,
কার্তিকের নীল কুয়াশায়'
-জীবনানন্দ দাশ।
সমস্ত পৃথিবীর দরদালান নির্মীলিত আশ্রয়ে,
মুকুটহীন সম্রাটের মত অবিশ্রান্ত পদচিহ্ন এঁকে
অবাক স্মিত মুখশ্রী নিয়ে বাংলার মাঠ-ঘাট,
ধানসিঁড়ি নদীর অতলবিস্তৃত শ্রাব্যতা কিংবা
গোধূলির সীমারেখায় একঝাক ধবল বক,
আর ভুবন চিলের অসমাপ্তিজ্ঞাপক সোনালী ডানা
অথবা কদর্য ট্রামের আঘাতজনিত নিরবচ্ছিন্ন আর্তনাদ,
সমস্ত শোকগাথা হৃদপিন্ডে ধারণ করা,
হে জীবনানন্দ,
প্রদীপের আভায় তোমার অমল চোখ,
ভালবাসার বোধের কয়েক মুহুর্ত আগে
আমার প্রানের স্পন্দনে জাগিয়ে তোলে শানিত সুখ,
তোমার অগ্নিতৃষ্ণা আর ব্রহ্মচর্য আবেশ,
আমার জীবনাবৃত্তের নিরন্তর অসাড় প্রাঙ্গণ,
মেঘমেদুর প্রেরণার আগত উৎস
তুমি এক জগতের নিয়মহীন নিরঙ্কুশ বিরহের অবিরল দ্রষ্টব্য।