ঝকমকে জগতের সকল নিঃশব্দ রাজপথ পেরিয়ে,
পারমার্থিক স্বপ্নের মিশেলে ক্লান্ত ভালবাসা
সন্ধানে থাকে অব্যক্ত কিছু অনুগত আশার,
জেগে থাকা নীলচে অর্কিডের মাদক ঘ্রাণ
মুছে দিতে চায় সকল জন্মহীন দুঃসময়,
রক্তের ভিতর কোমলতম হাতের স্পর্শকাতর সুখ
চোখের প্রজাপতি অশ্রুগুচ্ছ ধূলিকণায় মিলিয়ে গেলে,
আঙুলের দণ্ডিত মুদ্রাদোষ খুঁজে নেয় ধ্রুব আশ্রয়,
যদি উত্তরীয় হাওয়ার কিছু স্নিগ্ধকর নিরাশা,
কখনো খুব যত্নে রাখা হৃদয় শ্লোকের পাশ কাটিয়ে যায়,
অগণিত বৃক্ষাদির পরম সবুজে লুকিয়ে রাখা বিশুদ্ধ নিঃশ্বাস,
মরীচিকার মত চোখের সম্মোহনে ফিরে যায় যদি,
তবে অকুস্থলের জমানো ক্লেশের শ্লোগান,
পবিত্র বাতাসের সাথে শত্রুতা ভুলে বিঃশ্বাস করে নিও,
ভালবাসার প্রতিচ্ছবি সবসময় সাদাকালো।