অথচ তোমায় দেখলে,
সুনিপুণ ডাহুকের ডানায় ভাঙা সরোদের সুর,
নিভৃত হৃদয়ে যেন অশোক-বনের ঝড়ের প্রতিধ্বনি ভেসে আসে।
নির্জন দেবতার অক্লান্ত করতলে,
রক্তিম ত্রিশূলের শীর্ষে ঠিকরানো সূর্যালোকের মত,
আমি হেরে যাওয়া এক শেষ সংশপ্তক।
বুকে জমে থাকা আর্তনাদের আনন্দ আর অহংকার,
তোমার বিভ্রমের কুজঝটিকায় বন্দী সেই যন্ত্রণাহীন আকাশ।
রঙিন ঘুড়ির নাটাই ধরে, রঙিন ক্লান্তির রঙে রাঙা আমার ব্যাকুলতা।

আমি নির্জনতায় জেগে থাকি—নিঃশব্দ,
একাকী।
লাল আগুনে পুড়ে যায় সমস্ত দিগন্ত,
আমাকে ডাকছে সেই অজানা পথ।
সাজানো জীবনের শৃঙ্খল ছেড়ে,
তুমি কি আমার সঙ্গী হবে,
কাঁটাপথের অনিশ্চিত আবেগে,
নক্ষত্রপথের শেষপ্রান্তে?
তুমি কি আমার পাশে থাকবে,
যেখানে অন্ধকারের মাঝে হাত বাড়িয়ে
আমরা খুঁজব এক অসম্ভব সূর্যালোক?

তুমি কি সেই আগুনের সঙ্গী হবে,
যার শিখায় আমি ছাই হয়ে যেতে রাজি?
তুমি কি আমার হবে—
এক অন্তহীন দুঃখের মাঝে
চিরন্তন প্রেমের শুদ্ধতম অর্ঘ্য?