এমন হত যদি, তোমার ছোঁয়ায় শিশির বিন্দু খরস্রোতা নদী,
আবহমান তপ্ত দুপুর শীতল নিরবধি
হাত বাড়িয়ে যেই না ধর আকাশজোড়া মেঘ
তৃপ্ত শ্রাবণ রাঙিয়ে দিত রংধনু আবেগ
বউ কথা কউ পাখির গানে রাঙিয়ে দিতে সুখ,
শাপলা ফোটা ঝিলের ধারে আবেশে বিমুখ
আমি তখন হঠাৎ করেই তেপান্তরের ছায়া
আলতো করে বুলিয়ে যেতাম তোমার কাজল মায়া
শেষ বিকেলের অই সোনা রোদ হাতের মুঠোয় নিয়ে
তুমি আমি ম্লান হাওয়াতে যেতাম শুধু বয়ে
জোনাক পােকার সবুজ আলোয় উদয় হত ঊষা তোমার আমার একফালি ক্ষণ, মধুর ভালবাসা।