হতাম যদি উতল হাওয়া, বৃষ্টি হতে তুমি
দুজন মিলে ভিজিয়ে দিতাম ঊষর মরুভূমি,
আবর্তে এক ছোট্ট নদী,ভরিয়ে দিত বান
স্বপ্ন হত বাঁধনহারা, স্নিগ্ধ মধুর প্রাণ,
বিকেলগুলো রঙের খেলায়,থাকতো অমলিন
কাশফুলের ঐ আপ্ত মায়া হাসত প্রতিদিন,
হাত ধরে অই বিলীন পথে নীলচে ঘাসের মাঝে
তুমি আমি খুব হারাতাম প্ৰতি সকাল সাঁঝে,
আবেগগুলো অতলান্তিক, মায়ায় হত বন্দী
দােয়েল পাখির ডানার মাঝে হঠাৎ হত সন্ধি
আমার জীবন তোমার জীবন প্রাচীর যেত ভেঙে
কাটিয়ে দিতাম সহস্রাব্দ, রামধনুকের রঙে।