এই যে মেয়ে,হারাই চল অচিন পথের বাঁকে
যেথায় বসে চাঁদের বুড়ি রঙিন স্বপ্ন আঁকে,
ঘাসফড়িঙের ডানার ছোঁয়ায় সবুজ পাখনা মেলে
কুজঝটিকার জালের মাঝে শিশির ফোটা খেলে, অড়হরের ক্ষেতে বসে তারার পানে চেয়ে
গাইব যে গান,স্বর্গ সোপান,বাদলা জলে নেয়ে,
এক পৃথিবীর সবটুকু সুখ তোমায় এনে দেব
ক্লান্ত চোখে ঘুম জড়ালে তোমার মাঝে রব,
মূহুর্ত সব উল্লাসিত,হাসবে থেকে থেকে
অবাক চোখে রুপকথা নয়, সত্য ভাষণ দেখে,
কেটে যাবে এক জীবনের সকল মলিন ছায়া
থাকবে শুধু তোমার আঁখির চির অম্লান মায়া l