১।
তোমার চোখের পাতায় রাত নামলে স্নিগ্ধ রাতের জোনাকি
আলো হয়ে এই মনের কোণে মিটিমিটি আর জ্বলে কি?
মৃদু হাওয়ারাও অন্ধকারের বেসাতি ছড়িয়ে থাকে
চাঁদের জোৎস্না মেঘের আড়ালে মুখ লুকিয়ে রাখে।
চোখ না বুজে তখন বলো উপায় কি আর আমার
স্বপ্নদেশে খুঁজতে হবে যে উপস্থিতি তোমার।

২।
জীবন পথে বুকের মাঝে সব মানুষের দু একটা ক্ষত থাকে
বিষন্ন বিকালে সবাই ভালবাসা ভেবে ভুল করে তাকে।

এ ভুল টুকু শুধরে নিলেই পথ চলাতে নিমগ্ন সুখ
চলার পথে হবেই আবার ভালবাসার নতুন অসুখ।

এক জীবনে সব মানুষই নতুন করে বাঁচতে শেখে
ভেংচি কেটে এগিয়ে চলে ভুলে আগের দুঃখটাকে।