১।।
আমি কেনো আর এর বাইরে কোথাও যেতে পারছিনা
সে তুমি আর তোমরা মিলে বেঁধে দিয়েছো যে সীমানা।
দীর্ঘশ্বাসটুকু কেড়ে নিতে চায় নদীর স্মিতধারা
স্মৃতির সাক্ষী হবে বলে জাগে নিঃস্ব রাতের তারা।
পাহাড় ডাকে শুনবে আমার নির্জনতার গল্প
ফুল প্রজাপতি ও করবে শুরু বন্ধুত্ব প্রকল্প।
কিন্তু তুমি ও সে তো বসেছো মগজে স্থায়ী আসন করে
তোমরাও সব জড়িয়েছো আমায় স্থবির বাহুডোরে।
২।।
বাতাসে ভেসে থাকা সীসা নির্ঘুম রাত বয়ে মিশে গেলো শিশির ভেজা সবুজ চায়ের পাতায়, নিমগ্ন স্বপ্নগুলো সহযাত্রী বন্ধুর চোখে এনে দিলো মৃদু ঘুম। এদিকে না ঘুমানো খচখচে এই চোখ লুকিয়ে ঠিকই দেখে নিলো কোমল আলোর স্নিগ্ধ সকাল। আবছা আলোয় সেই চলমান ব্যস্ততা নিয়ে নতুন করে জেগে রইলো পুরনো অস্তিত্ব।