যাপিত দিনগুলোর সাথে শঙ্কাময় ছন্দে জাতীয় ও মানবিক দাবীগুলো গর্জে উঠছিলো
সাম্য আর সৌহার্দের মেলবন্ধন নিয়ে দাবীগুলো সাধারন মানুষের আত্মায় বাধঁলো ঘর।
সুখের এই কুড়েঁঘর সহ্য হলোনা অনেকের, অট্টালিকার স্বপ্ন নিয়ে মাঝে মাঝেই
আবির্ভাব হতো ভিন্ন স্রোতের স্বপ্নদ্রষ্টা।।
একদিকে নতুন স্বপ্ন অন্যদিকে মন খারাপ কুড়েঁঘরের আছে আরো বড় দানবের ভয়
ধর্ম নামের এক ভয়াল ঝড় ওঁত পেতে থাকে শিয়রেই
অযথায় অপপ্রচারে আগ্রাসী ভূমিকায় ভেঙ্গে যায় তার জিয়নকাঠির ঘুম ।

উৎসের কাছাকাছি হয়তো সমঝোতা হয় ধারাগুলোর মাঝে
রাজপথের দূব্বোঘাস তার বোঝেনা কিছুই
তাদের দাবীগুলো বারবার মুখোমুখি হতে চাই উদিত সূর্যের ।।

কিন্তু সময় নিয়ন্ত্রন করে অদৃশ্য সমঝোতাকারী
যে তুমি সর্বদা আড়ালেই থাকো ।।