গান
আব্দুল হাদী তুহিন-
অজানা এক অচিন পাখি
ডাকে বারে বারে,
কেমন করে আসল পাখি
যাবে কেমন করে।
আমি তার ভাব বুঝিনারে।
দুপুর সন্ধ্যা রাতে পাখি
ডাকে বিলাপ করে,
কেউ জানে না কেউ বুঝেনা
কি আছে পাখির সুরে।
আমি তার ভাব বুঝিনারে।
বুঝতে পাখির ভেদ-বাতুনি
কাঁদলো সবাই তার তরে,
নিষ্টুর পাখি দিলনা ধরা
হাওয়ায় গেল উড়ে।
আমি তার ভাব বুঝিনারে।
নষ্ট হল শুণ্য খাঁচা
খাইলো ঘুনে ধরে,
অবশেষে সবই তাহার
মাটি হয়ে রইলো পড়ে।
আমি তার ভাব বুঝিনারে।