বৈশাখী আজ মেতেছে দেখ
উর্মি সম বীনে
তেপান্তরে চোঁখ দুটি মোর
ব্যথিত উল্লাস ঋণে।
রং বেরংয়ের আয়োজন
আর মুর্চ্ছনা সুরের
উৎসবে উৎসবে আলোড়িত
হর্ষ আর ক্ষীণ ধংসের।
সৈশাখী বজ্রের তালে তালে
চলে মদ জুয়া আফিম
সভ্যতা বিকাশে ইহা
প্রছন্ড বিষের হালিম।
চাই আমি বৈশাখ কাটুক জড়তা,
বৈশাখ যেন বিলায়ে দেয় নৈতিকতা।