ভিনদেশী কৃষ্টিতে
ডুবে থাকি হরদম।
আমরা যে বাঙালি
ভুলে যাই একদম।
হাই-হ্যালো, আরও যত
থ্যাংক ইউ, গুড বাই,
স্মার্টনেস বাড়াতে যে
হিন্দীতে গান গাই।
আদর্শে বাঙালি
বাঙালিপনা,
পহেলা বৈশাখে
করি ঘোষণা।
দোসরা বৈশাখ থেকে
শেষ দিন চৈত্র,
আমাদের রুপ-রস-গন্ধে
আজব বৈচিত্র!
একদিন প্রতিদিন
যতোদিন আছি,
বাঙালি হয়েই যেন
উচু শিরে বাঁচি।